সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

স্নেহ ও শ্রদ্ধা

'স্নেহ ও শ্রদ্ধা' শব্দদ্বয় পরস্পর
অবিচ্ছেদ্য সম্পর্ক রাখে, জানি।
সহজ করে বললে-যেখানে স্নেহ
থাকে,সেখানেই শ্রদ্ধার বসবাস।
উল্টো করে বললেও বলা যায়।
অর্থাৎ, ছোটকে যদি আমি স্নেহ
করতে পারি, তবে নিশ্চিত তার
কাছ থেকে আমি শ্রদ্ধা পাওয়ার
আশাটাও করতে পারি .. অথবা,
বড়কে যদি আমি শ্রদ্ধা করতে
শিখি, তবে নিশ্চিত তাঁর কাছ
থেকে আমি স্নেহ/ভালোবাসার
আশাও করতে পারি। কিন্তু; না !

আজকাল অনেকেই এ সম্পর্কের
যুগলটিকে ভাগ করে কোনো এক
দিক তথা 'শুধু স্নেহ' কিংবা ' শুধু
শ্রদ্ধাকে' অর্জন/লাভ করতে চাই!

কী আজব এক খেলা রে ভাই .. !
বড় তাঁর ছোটকে স্নেহ না করেও
শ্রদ্ধা প্রাপ্তির 'মুড' নিয়ে থাকেন,
আবার, ছোট তার বড়কে শ্রদ্ধা
না করেও স্নেহ প্রাপ্তির প্রহর গুনে!!

আসুন, একক প্রাপ্তির অভিলাষ
ছেড়ে দিয়ে ' স্নেহ করে সম্মান '
বা 'শ্রদ্ধা করে স্নেহ' অর্জন করি।