রবিবার, ১৮ জুলাই, ২০২১

'অতি স্বাধীন' জীবন যাপন কি নিরাপদ?

'স্বাধীন' জীবন যাপনের নামে অবাধ বিচরণের রাস্তা কখনোই নিরাপদ রাস্তা নয় ৷ যে যত বেশি স্বাধীন, সে ততো বেশি ঝুঁকির মধ্যে রয়েছে ৷ কাজেই, জীবন চলার পথে নিজেকে এতটা স্বাধীন রাখতে হয় না ৷ কোন এক বিশেষজ্ঞের অধীনে নিজেকে কিছুটা হলেও পরাধীন করে রাখা বেশ নিরাপদ ৷

দেখুন না, ফেসবুকে আমরা যা ইচ্ছে তাই লিখতে পারি! যা ইচ্ছে তাই কমেন্ট করতে পারি! কেউ বাধা দেয় না ৷ এখানে আমরা অনেকটা স্বাধীন! ফলে, অনেক বনী-আদম-ই অহংকার, বে-আদবী ও অন্যায় রাস্তা অবলম্বন করছে আর যথেচ্ছা লিখে যাচ্ছে প্রতিনিয়ত! সাহস নিয়ে বলা যায়, এটা লেখালেখির 'অতি স্বাধীন' প্ল্যাটফর্মের কুফল ৷

আবার দেখুন, সমাজে যেই ছেলে কিংবা মেয়েকে শাসন করার মতো কেউ না থাকে, মানে 'অতি স্বাধীন' জীবন যাপন করে, সেই ছেলে কিংবা মেয়েটা 'কখনোই' অথবা 'অধিকাংশ সময়' সভ্য ও ভদ্র হয়ে ওঠে না, উঠতে পারে না! এগুলো কী?! দম নিয়ে বলতে পারেন- এই সবকিছুই 'অতি স্বাধীন' জীবন যাপনের কুফল!

কাজেই, প্রিয় ভাই ও বোন!
কিছু বলতে কিংবা লিখতে ইচ্ছে হলো; সাথে সাথেই তা বলবেন না বা লিখবেন না যেন! একটু ভেবে দেখবেন, তা ধর্ম, নীতি ও ইনসাফের মানদণ্ডে ঠিক আছে কি না! আরেকটি পরামর্শ, অবশ্যই আল্লাহভীরু কোন এক বিশেষজ্ঞের পরামর্শকে জীবন চলার পাথেয় বানিয়ে নিন!
মনে রাখবেন, এতটা স্বাধীন জীবন যাপন আপনার জন্য নিরাপদ নয়, হে প্রিয়!

তারিখ: ১৮/০৭/২০২১ খ্রি:
সময়: রাত ১০টা ৩০ মিনিট ৷