রবিবার, ৭ জুন, ২০১৫

হায়, এত শোক রাখি কোথায় !

কাঁদছে বার্মা , নির্বাক মানবতা !
অনলাইনে উঁকি দিলেই নজরে
পড়ছে বার্মার মুসলিম নিদনের
গা শিউরে উঠা ভয়াল সব চিত্র !
হাসছে তাগুত, ঘুমুচ্ছে মুসলিম
বিশ্বের অকর্ম-অথর্ব শাসকদল !

'শুধু মুসলিম হওয়ার অপরাধে'
বার্মিস মুসলিমদের উপর বৌদ্ধ
সন্ত্রাসীদের চলছে - 'বর্বরচিত'
গণহত্যা , গণধর্ষণ ও গণলুণ্ঠনে
-র মহোৎসব ! কেউ বলার নেই!
এদিকে যারপর নেই অবাক হই—
'তথাকথিত' মানবতাবাদের নেঁড়ি
কুত্তাগুলো ' তাগুত নির্দেশিত '
' বোবা শয়তান ' সেঁজে মুসলিমমুক্ত
বার্মা কিংবা ইসলামমুক্ত পৃথিবী দেখার
হীণ এবং বৃথা
স্বপ্ন দেখছে ..।  (লাআনাহুমুল্লাহ !)

হায় দুঃখ, পঙ্গু না হয়েও আমি
যে আজ পঙ্গু হয়ে বসে আছি !
দারাজ বাকশক্তি সম্পন্ন হওয়া
সত্ত্বেও আমি যে আজ নির্বাক !
সচল-সবল ও সুস্থ হয়েও আমি
যে আজ অকর্ম কিংবা অথর্ব !
আমার মুসলিম ভাইদের ওরা
জ্বালিয়ে-পুড়িয়ে হত্যা করছে !
কেউ মরছে ক্রসফায়ারে কেউ
বা ঝুলছে নির্মম ফাঁসির কাষ্ঠে!
সন্ত্রাসী বৌদ্ধ ভিক্ষুদের হাতে
ইজ্জত-সম্ভ্রম আর কলিজার
টুকরো নিষ্পাপ সন্তান হারিয়ে
অসহায় মুসলিম নারীদের ঐ
আর্তচিৎকারে আজ ভারী হয়ে
উঠেছে বার্মার আকাশ-বাতাশ !
ওগো আল্লাহ,
কেউই শুনছে না ওদের কান্না !
কিছুই করতে পারছি না আমি
ও আমরা ! ... এত শোক রাখি
কোথায় ! কিছু করো আল্লাহ ;
ওদের তুমি উচিত শিক্ষা দাও !

[ফাইল ফটোগুলো আপলোড
দিতে চেয়েছিলাম ; দিলাম না।
লোড দিতে পারলাম না আমি।]

শনিবার, ৬ জুন, ২০১৫

দিল থেকে বের হয়- আলহামদুলিল্লাহ!

উস্তাদে মুহতারাম মাওলানা
হাসান জামীল সাহেব হুযূর
দরসে আমাদের মাঝে মাঝে
শিক্ষণীয় অনেক ' ছোট গল্প '
ও চমৎকার সব উক্তিমালা
শোনাতেন। হৃদয় ছুঁয়ে যেত,
সাথে সাথে লিখে রাখতাম।

সম্ভবতঃ মেশকাতের বছরের
ঘটনা লিখছি ৷ দরসে সেদিন
তিনি কিছুটা তৃষ্ণা অনুভব
করলেন। মেলামাইনের মগে
পানি পেশ করা হলে- তিনি
তা পান করতে করতে বেশ
শান্ত মেজাজ ও নরম কন্ঠে
বললেনঃ- ' (মেলামাইন নয়,)
কাঁচের স্বচ্ছ গ্লাসে পানি পান
করার মজাই আলাদা, তখন
দিল থেকে তোমার বের হয়
আলহাম্দুলিল্লাহ !  কথাটি
সেদিনই উপলব্ধি করেছিলাম।
দীর্ঘ পাঁচ বছর পেড়িয়ে আজ
যখন কাঁচের স্বচ্ছ সে গ্লাসে
পানি পান করছিলাম , মনের
অজান্তেই হৃদয় থেকে হঠাৎ
বেরিয়ে এলো কৃতজ্ঞতার
কালিমা- আলহাম্দুলিল্লাহ !
আল্লাহ হুযূরকে ভালো রাখুন।

এখন কেউ কাউকে আর কেয়ার করে না!

পৃথিবীর প্রতিটি মানুষই
ভালোবাসার কাঙাল . .
আমি, আপনি এবং সবাই।
ছোটদের প্রতি ভালোবাসার
নাম স্নেহ, মমতা ও আদর।
বড়দের প্রতি ভালোবাসার
নাম শ্রদ্ধা, সম্মান ও আদব।
ধরণ ভিন্ন হলেও কথা এক।
বড়রা চান তাঁদের কর্ম ও
কীর্তির 'যথাযোগ্য' স্বীকৃতি !
ছোটরা চায় তাদের অর্জনের
'বাহবাহ' কিংবা মাশাআল্লাহ !
সবাই কিন্তু এই ধরণের কিছু
একটা প্রত্যাশা করে থাকেন।
কিন্তু, উভয় পক্ষই কেন যেন
এ ক্ষেত্রে চরম উদাসীনতার
পরিচয় দিয়ে থাকে/থাকেন।
আজ স্নেহ, সম্মান ও অন্যের
অর্জনে খুশি হওয়ার ন্যয় সে
মহামূল্যবান গুনসমূহ প্রায়ই
বিলুপ্তির পথে। আজ কেউই
কাউকে আর কেয়ার করে না!
আপনি দেখবেন, পরিচিতরাও
কী ' দূর্লভ ভংগিমায় ' ক্রমশঃ
'অপরিচিত' হয়ে উঠছে !
আপনজনেরাও কেমন অসাধু
স্টাইলে আপনাকে 'এভোয়েট'
করে চলছে ! রেসপেক্ট এবং
অপরকে গুরুত্ত্ব দেয়া বলতে
কিছুই যেন আর থাকছে না !

কী আর বলবো দুঃখের কথা,
আমাদের খাছ পাবলিকদেরই
যখন এই অবস্থা, তখন আম
পাবলিক থেকে হতাশা বৈ কী !

বন্ধুরা কেউ মনে রাখে নি

২০০১ সালের শেষ দিকের
কথা। এ বছরই ঐতিহ্যবাহী
নাগরপুর বাজার হাফিজিয়া
মাদরাসায় আমাকে মক্তব
বিভাগে ভর্তি করা হয়েছিল।
বর্তমানে চলছে ২০১৫ খ্রীঃ।
আজ পড়ছি দারুল উলূমে ।
২০১৫-ই আমার জীবনের
' সম্ভব্য ' সর্বশেষ শিক্ষাবর্ষ ।
১৪ টি বছর পেড়িয়ে গেছে ।

১৪ বছরের শিক্ষা জীবনের
একেবারেই শেষ প্রান্তে এসে
কিছু হিসেব মিলাতে গিয়ে
যে ভীষণ জটিলতায় ভুগছি,
আল্লাহ যেন সহজ করে দিন।

যিন্দেগীর বাস্তবতা বড় নির্মম !
এ এক মহাসত্য, আগে বুঝি নি।
চৌদ্দ বছরের শিক্ষা জীবনের
প্রতিটি ক্লাসেই আমার ছিলো
২/৪ জন করে অসম্ভব কাছের
কিছু বন্ধু ! যাদের সাথে আমার
পড়া-শুনা, খাওয়া-দাওয়া ও
খোশগল্প কিংবা আনন্দ ভ্রমণ
এই পরিমাণেই হয়ে থাকতো যে,
মনে হতো , জীবনের কোনো
একটি ক্ষণেও আমরা পরস্পরের
কাছে গুরুত্ত্বহীণ  হয়ে  থাকতে
পারবো না। ফলে, প্রফুল্লচিত্ত্বেই
পরস্পরে ওয়াদা করে নিতাম
দোস্ত, আমাকে দাওয়াত না করে
তুই কিন্তু কিছুতেই বিয়ে করতে
পারবি না !  হা হা হা . .  মামুর
বাড়ীর আবদার ছুঁড়ে দিতাম!

হিসেব করে দেখেছি, এ পর্যন্ত
আমার খুবই কাছের ১৩ জন
বন্ধু শাদী মোবারক করেছেন !
দাওয়াত তো বহু দূরের কথা,
একটু জানানোর প্রয়োজনাবোধও
করেছেন কি না, আল্লাহ মা'লূম !

' সবারই নাকি হঠাৎ বিয়ে হয় ! '

দারুল উলূম দেওবন্দে পড়ার
উদ্দেশ্যে দেশ ছেড়েছি, পুরো
দুই বছর অতীত হয়ে গেলো।
খুব বেশি মনে পড়ে ঐ সকল
কাছের বন্ধুদের, যাদের সাথে
দরসের ফাঁকে - ফাঁকে হালকা
রশিকতা এবং বিভিন্ন বিষয়ে
খোশগল্পে মেতে উঠতাম  . .
হৃদয়ের টানে তাই মাঝে মাঝেই
ফোন - কল করে তাদের সাথে
খুব কুশল বিনিময় করে থাকি।

কিন্তু, শেষবেলায় আজ যখন
আমি হিসেব কষতে বসলাম..
আহা,
বিদেশের এই দু' বছরে কেউ তো
'উল্লেখযোগ্য' খবর নেয় নি !
'উল্লেখযোগ্য' কথাটা বললাম।

কল পাওয়ার বিশাল আশা
আমি নাই বা করলাম, তবে
মিসকল পাওয়ার ক্ষুদ্রলোভ
কিংবা ছোট্টদাবীও কি আমি
করতে পারি না, বল বন্ধু ?!
আমি তো সেই আগের মতো
করেই তোদের সবাইকে খুব
এবং খুব 'বেশি '  ফিল করি !

পুরো দু'টি বছর অতীত হয়ে
গেছে, কেউই কি পারতিস না
আগে বেড়ে সেইইই পুরোনো
ভংগিতে জিজ্ঞেস করতেঃ-
'ইব্রাহীম, দোস্ত কেমন আছিস?'
দূর এ দেশ থেকে আমি তো
কেবল তোদের ভালোবাসাপূর্ণ
ছোট্ট একটা ম্যাসেজ কিংবা
একটা মিসকলই আশা করি !

দরস শেষে অবসর সময়ে
প্রত্যহ আমি ইনবক্স এবং
মিসকল চেক করি। কিন্তু ..
হৃদয়ের মধ্যমণি মা ছাড়া আর
কারো মিসকলও স্মরণকালে
আমি খুঁজে পাই নি, বন্ধু .. !

শুধু এ জন্যই আমার কাছে
খুব বেশি মনে হচ্ছেঃ- আহা,
' বন্ধুরা কেউ মনে রাখে নি ! '

বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫

তিনি অনন্য, অসাধারণ!

শায়খ ও উস্তাদে মুহতারাম
মাওলানা মঞ্জুরুল ইসলাম
সাহেব (হাফিঃ) হতে বুখারী
শরীফের দরস গ্রহন করেছি
২০১২-১৩ ইং শিক্ষাবর্ষে ।।
হুযূরকে কাছ থেকে অদ্যবধি
যারাই দেখেছেন, এক বাক্যে
সবাই বলতে 'বাধ্য' হয়েছেন
যে- তিনি অনন্য, অসাধারণ!

ক্বওমী সিলেবাসের জামাতে
নাহবেমীর থেকে নিয়ে পুরো
সাতটি বছর তাকমীল পর্যন্ত
হুযূরকে নিয়ে আমি যতবার
ভেবেছি, ঠিক ততবারই মনে
হয়েছে- তিনি দূর্লভ ব্যক্তিত্ত্ব!

চলনে-বলনে, ইলমে-আমলে,
পোশাক-পরিচ্ছদে, চিন্তা এবং
চেতনায় টপ-টু-বটম পরিপাটি
সাঁজানো-গোছানো এক মহান
ব্যক্তিত্ত্বের নাম হচ্ছে মাওলানা
মঞ্জুরুল ইসলাম সাহেব (হাফিঃ)।
মোটেও বাড়িয়ে বলা নয়; প্রিয়
সাথীবর্গের যারা তাঁকে চিনেন ..
তারাও নিশ্চিত আমার সাথে
একতা পোষণ করবেন, আশা করছি।

দরস-তাদরীস, বয়ানের স্টেজ
এবং ইসলামি রাজনীতিতে বড়
দখল রয়েছে _ প্রিয় হজরতের !
লেখনীতেও তিনি সমানতালে
এগিয়ে চলার প্রয়াস চালাচ্ছেন।
শব্দের 'বিশুদ্ধ উচ্চারণ' এবং
বাচনিক স্টাইলে সচরাচর তাঁর
জুড়ি মেলা কঠিন/অসম্ভব প্রায়!
সহীহ দিকনির্দেশনা, নির্ভেজাল
স্নেহ ও ভালোবাসা প্রদানে তিনি
যে এক বিরল ও মহান ব্যক্তিত্ত্ব ..।

আল্লাহ আমাদের উপর
হজরতের ছাঁয়াকে যেনো
সুদীর্ঘ করে দেন, আমীন।