শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

ফেসবুক: উপকার ও অপকার

অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কথা লিখা/বলার এমন একটি প্লাটফর্ম, যার মাধ্যমে দেশ, জাতি ও জনতার একদিকে উপকার যেমন হচ্ছে, অন্যদিকে অপকার বা ক্ষতিও তেমন হচ্ছে! ক্ষুদে অভিজ্ঞতায় যা মনে হচ্ছে আমার, তা হলো ..

★★★উপকার★★★
উপকারের কথা যদি বলি, তবে বলতে হবে— ফেসবুকের মাধ্যমে আমরা খুব কম ও দ্রুতসময়ে দেশ-বিদেশের খবর জানতে পারি, নতুন ও পুরাতন বন্ধুদের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারি, নিজেদের ভালো কিংবা মন্দ সব ধরণের অনুভূতি সবার সাথে শেয়ার করতে পারি, সমাজ/দেশ ও জনতার কল্যাণে নিজেদের বক্তব্য খোলামেলা প্রকাশ করতে পারি, এ বিষয়ে অন্যদের বক্তব্যও দেখতে পারি এবং নিজস্ব চিন্তা-চেতনার ব্যাপারে জনতার মূল্যায়ণ বুঝতে পারা সহ আরো কিছু উপকার যে আছে, তা অস্বীকার করার কোনো উপায়/সুযোগ নেই!

★★★অপকার★★★
অপকারের ফিহরিস্তটাও বেশ লম্বা ও কুদীর্ঘ ! বলা যায়, অপকারটাই তুলনামূলক বেশি ৷ তবুও, বিভিন্ন কারণে ফেসবুক ব্যবহার ছেড়ে দেয়া যাচ্ছে না! অপকারগুলোর মাত্র কয়েকটার কথা যদি বলি, তবে অবশ্যই বলবো— ফেসবুক আমাদের জীবনটাকে খুব খারাপ করে তুলছে! আমাদের মূল্যবান সময়গুলোকে গাফলতের সাগরে ডুবিয়ে/ভাসিয়ে দিচ্ছে, যারা মন্দ কী জিনিস একসময় বুঝতো না, তাদেরকে তা বুঝিয়ে/শিখিয়ে দিচ্ছে, বাস্তবের যিরোকে 'নেকা হিরো' বানিয়ে দিচ্ছে, কখনো বা বাস্তবের হিরোকে অন্যায়ভাবে যিরো বানিয়ে দিচ্ছে, 'অবুঝ' বালক/বালিকারা নিজেদের মতো করে দীনে ইসলামের মনচাহি ব্যাখ্যা/ওয়াজ নিয়ে হাজির হচ্ছে! যা ইচ্ছে ওরা লিখে যাচ্ছে— কখনো বড় এবং সম্মানীজনদেরকে কটাক্ষ/অপমান করে, কখনো বা নিজেদের কৃত বেহায়াপনার গৌরব (!) নিয়ে! এমন আজগুবি ও গাঁজাখুরি আরো অনেক কিছুই ওরা প্রসব করছে প্রতি মূহুর্তে! ঠেকায় ওদের কে?! ইসলামের নেড়ী (নাস্তিক, মালঊন) দুশমনগুলো ইসলাম, আল্লাহ ও ইসলামের নবীকে (সা:) নিয়ে কটাক্ষ করছে এবং 'যথেচ্ছা' বলে যাচ্ছে, হায় !

"বিড়ালের গলে ঘন্টা বাঁধবে কে ! "
সবই সম্ভব হয়েছে মার্ক জুকারবার্গের
বক্ষমান ফেসবুক হযরতের কল্যাণে !