শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

সালাতুত তাহাজ্জুদ

বিখ্যাত বুযূর্গ জুনাইদ বাগদাদী রহ.
এর ইন্তিকালের পর জনৈক ব্যক্তি
তাঁকে স্বপ্নে জিজ্ঞেস করলেন– হে
আবুল কাসেম ! (উপনাম) আপনার
কী অবস্থা? এই জগতের কোন জ্ঞান
আপনার বেশি উপকার করেছে?!
উত্তরে তিনি বললেন, সব রকমের
তথ্য ও তত্ত্বজ্ঞান বেকার ও অনর্থক
সাব্যস্ত হয়েছে ! ঐ কয়েক রাকাত
সালাতই শুধু আমার কাজে এসেছে,
যা আমি রাতের নির্জনতায় আদায়
করেছিলাম ৷
[ ইমাম গাযালীর (রহ.) চিঠি থেকে ]

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

মুসলিমদের জন্য মানবতা থাকতে নেই!

মানুষের ছদ্মবেশে  সমাজে বসবাস
করা এমন কিছু নর্দমার কীট রয়েছে,
মুসলিম নাম ধারণ করা সত্ত্বেও দেখি,
' ইসলাম ও মুসলমান ' নিয়েই কেবল
তাদের যত জ্বালা ! নিজেদেরকে ওরা
অতি মানবতাবাদী প্রমাণ করার জন্য
অন্য সকল মত/ধর্মালম্বীর বিপরীতে
তাদের পক্ষে কেবল মুসলিমদেরকেই
গালির লক্ষ্যবস্তু বানিয়ে নেয় ! অথচ,
সারা বিশ্বে যখন একমাত্র মুসলিমেরাই
নির্যাতিত, নিপীড়িত, তখন তারা স্বীয়
চোখ-কানে কুলুপ এঁটে রাখে ! এবং
কথিত মানবতাবাদের দরজায় তালা
লাগিয়ে নেয় ৷ মূলতঃ তাদের কাছে–
মুসলিমদের জন্য মানবতা থাকতে নেই!

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

মুসলিম আমরা বড় অসহায়

গোটা বিশ্বের যেদিকেই লক্ষ্য করছি,
মুসলিম নির্যাতিত; শুধু মুসলিমেরাই
নির্যাতিত হচ্ছে আজ! বিশ্ব মানবতার
এ এক নির্মম পরিহাস! জঘন্য ইতিহাস!
ক্রমেই দূর্বল, ক্ষমতাশূন্য এবং অথর্ব
জাতিতে পরিণত হচ্ছি আমরা ! শেষটা
কোথায় গিয়ে পৌঁছে, আল্লাহুই ভাল জানেন!
মজলূমদের জন্য কিংবা নিজেরকে
রক্ষা করার জন্যও আমরা কিছুই
করতে পারছিনা! আমরা জিহাদ ফী
সাবীলিল্লাহ ছেড়ে দিয়েছি! মৃত্যুভয়
ও দুনিয়ার মুহাব্বত আমাদের চিন্তা-
চেতনায়, মন ও মস্তিস্কে !
"জিহাদ" শব্দটিকেও ইহুদী—খ্রিস্টান
পরিচালিত বিশ্ব মিডিয়া কলুষিত
করে রেখেছে, নিজেদের স্বার্থ রক্ষার্থে !
জিহাদ বলতে আজ জনতা সন্ত্রাস ও
অপরাধ কর্মকান্ডকে বুঝে নিয়েছে !
কি মুসলিম দেশ, কি অমুসলিম দেশ,
সব দেশেই এই ধারণা ছড়ানো হচ্ছে!
সুতরাং আমরা মুসলিমরা আজ মার
খাওয়া ছাড়া কিছুই করতে পারি না !

★ ক্ষমতার দৌঁড় শেষ যেখানে–
(ক). তীব্র প্রতিবাদ জানাতে পারি!
(খ). স্মারকলিপি দিতে পারি !
(গ). সাংবাদিক সম্মেলন করতে পারি!
(ঘ). পারি কান্না করতে, দু'আ করতে
এবং বদদু'আ দিতে!
(ঙ). আর পারি টুকিটাকি কিছু ঘুম
পারানো কর্মসূচী দিতে, হাতে নিতে!

নির্দিষ্ট এই গন্ডির বাইরে আর কিছুই
করার ক্ষমতা যে নেই আমাদের! বাঘ
সাদৃশ জাতি আমরা আজ বিড়াল
সাদৃশ জাতি হয়ে গেছি বা যাচ্ছি !
মাঝে মাঝে মনে হয় তাই,
হারিয়ে যাই এই দুনিয়ে থেকে, আমি ও আমরা !

ভয় হয়, শংকিত আমি

ভয় হয়,
বাঙালী জাতিকে না জানি কোনদিন
রোহিঙ্গাদের ভাগ্য বরণ করতে হয় !
কারণ ....
রোহিঙ্গাদের মতো করেই আমরা
অপরিকল্পিত জীবন যাপন করছি!