রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭

কী চমৎকার শিক্ষা !

বাদশাহ যুলকারনাঈনকে তাঁর মৃত্যুর সময়
কেউ জিজ্ঞেস করলো, 'জীবনের এই অল্প
সময়ে গোটা দুনিয়াকে কীভাবে আপনি
করায়ত্ত্ব করলেন?' বাদশাহ তাকে বললেন
মাত্র দু'টি কাজের মাধ্যমে তা সম্ভব হয়েছে !

(১) আমার কোনো বন্ধুকে কখনো শত্রু
হওয়ার সুযোগ দেইনি !
(২) যারা শত্রু ছিলো, তাদেরকে আমি বন্ধু
হতে বাধ্য করেছি— উত্তম আখলাক তথা
সুন্দর ও মাধুর্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে !

বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭

সমালোচনা করতেও যোগ্যতা চাই!

বাদশাহ হারুনুর রশীদের ইন্তেকালের
পর তাঁর পুত্র বাদশাহ মামুনুর রশীদ
স্বীয় পিতার সিংহাসনে সমাসীন হন ৷

তিনি একবার ঘোড়ায় সওয়ার হয়ে
কোথাও যাচ্ছিলেন ৷ রাস্তার পাশেই
জুতা সেলাইরত এক মুচি গমগমিয়ে
বলে উঠলো— এই লোকটা সেদিনই
আমার নজর (!) থেকে পড়ে গেছে ,
যেদিন সে তার ভাইকে ঠকিয়ে নিজে
ক্ষমতার চেয়ারে বসেছে !

বাদশাহ মামুনুর রশীদ তখন উপস্থিত
জনতার উদ্দেশ্যে ' বিদ্রুপাত্মক হাসি '
হেসে বললেন—

" কে আছো ভাই, আমাকে একটু ধরে
এই→মুচির নজরে (!) উঠিয়ে দাও .. ! "

মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭

নেককারদেরকে ভালোবাসি!

" নেককারদেরকে আমি ভালোবাসি,
যদিও নই (হতে পারিনি) তাঁদের মত!
আশা—আল্লাহ আমাকেও নেককার
হওয়ার তাউফীক দান করবেন .. ৷ "

احب الصالحين و لست منـهم؛
لعل اللــــه يرزقنـــــــي صلاحـــــــــــا

হযরত উমর ইবনুল খাত্তাবের (রা.) বিনয়

জনৈক ব্যক্তি হযরত উমর ইবনুল
খাত্তাবের (রাযি.) উদ্দেশ্যে বললো,
' আপনার মতো কাউকে দেখিনি ! '
উমর (রাযি.) বললেন—
তুমি আবূ বকরকে (রাযি.) দেখেছো?
লোকটি বললো— না, দেখিনি !
উমর (রাযি.) তখন বললেন—
খোদার কসম, যদি বলতে তুমি
তাঁকে দেখেছো, তাহলে অবশ্যই
আমি তোমাকে প্রহার করতাম !