শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

সালাতুত তাহাজ্জুদ

বিখ্যাত বুযূর্গ জুনাইদ বাগদাদী রহ.
এর ইন্তিকালের পর জনৈক ব্যক্তি
তাঁকে স্বপ্নে জিজ্ঞেস করলেন– হে
আবুল কাসেম ! (উপনাম) আপনার
কী অবস্থা? এই জগতের কোন জ্ঞান
আপনার বেশি উপকার করেছে?!
উত্তরে তিনি বললেন, সব রকমের
তথ্য ও তত্ত্বজ্ঞান বেকার ও অনর্থক
সাব্যস্ত হয়েছে ! ঐ কয়েক রাকাত
সালাতই শুধু আমার কাজে এসেছে,
যা আমি রাতের নির্জনতায় আদায়
করেছিলাম ৷
[ ইমাম গাযালীর (রহ.) চিঠি থেকে ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন