মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

ব্লু হোয়েল বনাম ফেসবুক

সুসাইড গেম ব্লু হোয়েল নিয়ে বেশ
লেখা-লেখি নজরে এসেছে ৷ তবে,
আদৌ তার বাস্তবতা আছে কী না,
তা আমি জানি না ৷ বাস্তবতা তার
থাকুক বা না-ই থাকুক, ক্ষণিকের
জন্য আমি সেটাকে বাস্তব ও সত্য
ধরে নিয়ে একটা নতুন বিষয়ে খুব
অস্থিরতা বোধ করছি ৷ জানিনা,
আমার এ বিষয়টিকে কে কীভাবে নিবেন !

'ব্লু হোয়েল' ( তাদের কথা যদি সত্য
হয় ) যেই পদ্ধতিতে মানুষকে নেশায়
ফেলে তার 'মূল্যবান জীবনটা' কেঁড়ে নিচ্ছে,
ঠিক সেই একই পদ্ধতিতে যে
'ফেসবুক' আমার মতো অনেককেই
নেশার ঘরে ফেলে এই প্রিয় জীবনের
'মূল্যবান সময়গুলোকে' কেঁড়ে নিচ্ছে,
সেদিকে কিন্তু আমরা লক্ষ্য করছি না!
'ব্লু হোয়েল' আমাদের বানাবে বাস্তব লাশ,
'ফেসবুক' আমাদের বানাচ্ছে জ্যান্ত লাশ!

সেই ২০০৬-এর কথা ৷ ফেসবুকের
বয়স তখন সম্ভব্য দুই বছর হয়েছে ৷
সেই তখন থেকেই একটু একটু করে
পাকা হয়ে আজ ২০১৭ পর্যন্ত পুরো
বারো বছর যাবৎ ফেসবুক ব্যবহার
করে আসছি ৷ এক যুগ .. ৷ খোদার
কসম, এতে লাভের তুলনায় আমার
ক্ষতিই বেশি হয়েছে ! ভয়ঙ্কর নেশা ৷
'ভয়ঙ্কর নেশা' বললাম ................
কারণ আছে; তাহলে বলেই ফেলি–

" বহুবার নিয়ত করেছি, বহুবার .. !
এখনো নিয়ত করি, আর কোনদিন
ফেসবুক ব্যবহার করবো না ! কিন্তু;
কথা আর রাখতে পারি কই ! এখন তো
মনে হচ্ছে, ব্লু হোয়েলের মতো করেই
ফেসবুক আমায় পেয়ে বসেছে ! ও
আমাকে মরণের আগে ছাড়বে না ৷ "

লিখা এখানেই শেষ ৷ কথাগুলো মন
থেকে লিখলাম; মনের ভেতর থেকে ৷
আমি তো আমার মনের কথা লিখলাম,
দেখুন তো, আপনার মনও কি তাই বলে?!

( রাত– ১১ টা ১১ মিনিট ৷
৯ অক্টোবর, ২০১৭ খ্রিস্টাব্দ ৷)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন