মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

প্রতিটি অসুস্থতাই যন্ত্রণার!

প্রতিটি অসুস্থতাই যন্ত্রণার!

মাঝে মাঝেই আমরা অসুস্থ হয়ে পড়ি ৷ ঠান্ডা, জ্বর, কাশি, মাথা ব্যথা, টায়ফয়েড, জন্ডিস ও চিকুনগুনিয়ার মতো নতুন নতুন অসুখে! অসুস্থতা কী যে যন্ত্রণার, ভুক্তভুগি ছাড়া কেউ তার যথাযথ উপলব্ধি করতে পারবে না, বর্ণনা দিতে পারবে না ৷ কোনো অসুখকেই ছোট করে দেখার সুযোগ নেই ৷ সবগুলোই যন্ত্রণার ৷
শান্তনার কথা হলো, এগুলো রব-আল্লাহ'র পক্ষ হতে রহমত ও পরীক্ষা ৷ তথাপিও আমরা অনেক সময় ইচ্চায়-অনিচ্ছায় ধৈর্যচ্যুত হয়ে যাই ৷ আল্লাহ মাফ করুন— মুখ দিয়ে বের হয়ে যায় অধৈর্যের কথা, অন্যায় কথা ৷ আবারো বলি, আল্লাহ মাফ করুন ৷
আমাদের বুঝ দূর্বল, চিন্তা-চেতনা দূর্বল, আরো দূর্বল মন-মানসিকতা! তাই কস্ট হয়, দুঃখ হয় এবং বাজে বকি!
আল্লাহ সবরে জামীল নসীব করুন ৷
আজ প্রায় ১৮ দিন যাবত অসুস্থ আমি ৷ ঠান্ডা, জ্বর, কাশি, গুটি/বসন্ত/পক্স ও স্বর ভাঙা .. ধারাবাহিকভাবে!
তারাবীহ পড়াতে কস্ট হয়, তবুও পড়াচ্ছি- আলহামদুলিল্লাহ!
আজ ভোর হতে আবার পুরো শরীর ঝিমঝিম করছে! চক্ষু শীতল হয়ে আসছে! মেজায খিটখিটে লাগছে! সবকিছুই খুব বিরক্ত লাগছে! আল্লাহ রহম করুন, মাফ করুন ৷

অসুস্থ থেকে একটা অভিজ্ঞতা হাসিল হয়েছে যে- সব অসুস্থতাই যন্ত্রণার এবং সব অসুস্থতাই বারবার মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়!
[ ২১ মে ২০১৮ এর পোস্ট ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন