রবিবার, ২৯ জুলাই, ২০১৮

হে আল্লাহ, কোথায় যাবো আমরা?!

সেদিনও পৃথিবী থরথর  করে
কাঁপতো মুসলিমদের হুংকারে !
আদল ও  ইনসাফের  মসনদ
প্রতিষ্ঠিত ছিলো গোটা জগতে !
আকাশ-বাতাস মুখরিত হতো
আল্লাহ আকবার জয় ধ্বনিতে !
শান্তিতে ছিলো মানুষ, সু-শান্ত
ছিলো- আজকের এই পৃথিবী !
সব কিছুই ছিলো সুশৃংখলাবদ্ধ।

' বেশি সুখে থাকলে
নাকি ভূঁতে কিলায় ! '
রসাত্মক এই কথাই একসময়
মর্মান্তিক বাস্তবে রুপ নিলো !
ফলে- সব কিছুই এলোমেলো !!

ক্রমেই  মুসলিম  শাসকবর্গের
মাঝে দেখা দিতে থাকে নৈতিক
অধঃপতন  এবং  রাজনৈতিক
অদূরদর্শীতা বা অপরিপক্কতা !
ফলে- খুবই দ্রুত তাদের রাজ্য
ক্ষমতার ভিত দূর্বল / নড়বড়ে
হতে থাকে ... হওয়ারই কথা !
এদিকে সাধারণ জনতার মাঝে
দেখা দিতে থাকে অপসাংস্কৃতি
চর্চা ও ধর্মীয় মূল্যবোধহীণতা !
ঠিক এই সুযোগেই মুসলিমদের
জাতিয় দুশমন ইয়াহুদী-খ্রিষ্টান
ও মুশরিকেরা আগ্রাসনের হাত
বাড়াতে থাকে ইসলামি ভূ-খন্ড
/ রাজ্য / State গুলোর প্রতি !

অধঃপতিত এই মুসলিমেরা কী
আর করবে তাদের মোকাবেলা!
ভেতরগত কোন্দল ও দলাদলি
অনেক  আগেই  ধর্মকে তাদের
পেছনে ছুঁড়ে দিয়েছে !
" ধর্ম পালন করবে মোল্লারা ! "
হালের ' Public '  তো  এটাই
ইয়াকীন/বিশ্বাস করে নিয়েছে !!
তাই, তাদেরও মাথা ব্যথা নেই।

সারা দুনিয়ায়  আজ চলছে -
মুসলিম নিদনের মহোৎসব !
সকল জাতি ও অপশক্তিগুলো
এক এক করে হাত মিলাচ্ছে !
লক্ষ্য তাদের কেবল একটিঃ-
' মুসলিম মুক্ত পৃথিবী গড়বে ! '
এ পৃথিবী নাকি শুধুই তাদের !!

বিশ্ব মুসলিমেরা আজ লাঞ্চিত
ও মারমূখী হয়েই বেঁচে আছে !
কোত্থাও তাদের আশ্রয় নেই !!

গতকাল শনিবার  পুরো দিন
চলেছে হিন্দু ও মুসলিমদের
মাঝে তুমুল দাঙ্গা এবং হয়েছে
ভীষণ ভয়াবহ মারামারি !!
আজকে আরো কী যে হতে
যাচ্ছে, তা কেবল উপরওয়ালা
আল্লাহই ভালো জানেন ...
এ হচ্ছে উত্তর ভারতের জেলা
সাহারানপুরের চলমান ঘটনা !
ভারতে অবশ্য এগুলো দু'দিন
পরপরই হয়ে চলছে/থাকে ...
বিচার করবে কে এবং কার ?!

অপরদিকে কাশ্মীর, গুজরাট,
আফগান, ইরাক, পাকিস্তান ও
সিরিয়া তো ভয়াল রণক্ষেত্র !
এদিকে জ্বলছে গাজা শহর !!
ইয়াহুদী ও খ্রিষ্টানেরা মারছে,
আর নিরীহ মুসলিমেরা মরছে !
হে আল্লাহ,
এভাবে চলতে চলতে তবে এর
শেষটা কোথায় গিয়ে পৌঁছুবে ?!
কেবল তোমাকেই সিজদাকারী
এ জাতিকে কে রক্ষা করবে ? ..
নির্যাতিত এ জনতার কান্না কি
তোমার দুয়ারে পৌঁছে না ?!
গোটা দুনিয়া আজ মুসলিমদের
জন্য ক্রমেই খুব বেশি সংকুচিত
হয়ে আসছে ! এ কী হলো দশা !?
" নির্যাতিত ও অধঃপতিত "
এ জাতিকে তুমি তোমার মতো
করেই  রক্ষা  করো, হে আল্লাহ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন