শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮

সবার জন্য পরামর্শ–১৩

বিষয়: পাত্রী চয়ণ
বিয়ে ৷ বহু প্রতীক্ষীত ও আকাঙ্খীত একটি
পবিত্র বন্ধনের নাম! কার না সাধ জাগে এই
পবিত্র বন্ধনে নিজেকে আবদ্ধ করতে! তবে,
বিয়ে যে সবসময়ই শুভ হয় তা নয়, অশুভও
হয় মাঝে মাঝে! পাত্রী চয়ণে তাই হুঁশিয়ার ৷

পাত্রী চয়ণে সাধারণতঃ যে ভুলটা প্রায়শঃই
আমরা করে থাকি, চেহারা পছন্দ হলে অন্য
কোন বিষয় আমরা আর সামনে আনি না বা
দেখার প্রয়োজন মনে করি না ৷ কী সাধারণ
পাবলিক, কী বিশেষ পাবলিক– সবাই প্রায়
বাহ্যিক সৌন্দর্যে ও লাবণ্যে মাতোয়ারা ৷ ...
ফলাফল, দূর্বিসহ ও দুঃসহনীয় জীবন যাপন!
অনেকের ক্ষেত্রেই আমি খুব কাছ থেকে দেখেছি
ও যথেষ্ট উপলব্ধি করেছি! আল্লাহ রহম করুন ৷

বাহ্যিক সৌন্দর্যের দরকার আছে, তা অস্বীকার
করার কোন উপায় কারো নেই! তবে, এটাই কি
একমাত্র দরকার ও লক্ষণীয় বিষয় হতে পারে?!
সঠিক পাত্রী চয়ণে আরো কিছু বিষয় লক্ষ্য
করা জরুরী মনে করি, যেমন: পাত্রীর আখলাক
চরিত্র সম্পর্কে খবর নেয়া, সাধারণ জ্ঞানের
পরীক্ষা নেয়া, তার মা-বাবার দ্বীনদারিতার
খবর নেয়া, বিশেষভাবে তার মায়ের ! হ্যাঁ,
তার মায়ের দ্বীনদারিতার খবর বিশেষভাবে নেয়া ৷
পরিচ্ছন্ন ও পরিপাটি রাখা ও থাকার
জ্ঞান অনেক মেয়েরই থাকে না ৷ যেটা খুব
জরুরী ৷ যাইহোক, এগুলো একটি মেয়ের
জন্য যেমন জরুরী, একজন ছেলের জন্যও তেমন
জরুরী ছিল ৷ যদি সবাই বুঝতে পারি ৷
পাত্রী ও পাত্র চয়ণে কেউ ভুল না করি,
সাধের দাম্পত্য জীবন সবার সুখের হোক ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন