মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

আপনারও কি এমন হয়? ..

* আগে নামাজ কালাম ভালো লাগতো, এখন তেমন একটা ভালো লাগছে না!

* আগে আলেম-ওলামাকে আপন মনে হতো, এখন কেমন কেমন যেন লাগে!

* আগে সুন্নতি পোশাক-আশাক মনে-প্রাণে ভালো লাগতো, এখন কেমন কেমন যেন লাগে!

* আগে গোনাহ হয়ে গেলে খারাপ লাগতো, এখন তেমনটা অনুভব হয় না!

* আগে নিজের দোষগুলো খোঁজা হতো, এখন অন্যদের দোষ খুঁজতে বেশি ইন্টারেস্ট অনুভব হয়!

* আগে ধর্মের আলোকে দল/মত/চিন্তা/মিশনকে যাচাই করা বা মাপা হতো, এখন দল/মত/চিন্তা/মিশন দিয়ে ইসলামকে মাপা হচ্ছে!

* আগে আমার ভুল কেউ ধরিয়ে দিলে সংশোধন হওয়ার চেষ্টা করতাম, এখন কেউ ভুল ধরিয়ে দিলে মেজাজ খারাপ হয়!

তাহলে শুনুন!
ভাইরে, আপনি মহাবিপদ সীমার উপরে দাঁড়িয়ে আছেন!
সেদিন কাঁদবেন,
যেদিন দেখবেন- হায়াত ফুরিয়ে গেছে অথচ আমল করা হয়নি!

০৬/০৪/২০২১ খ্রিস্টাব্দ ৷
মাগরিবের কিছু পূর্বে, নিজ রুমে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন