শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

হায় আফসোস, হায় আমার জাতি

এই সমাজের অধিকাংশ মানুষ এমনকি যারা 'মোটামুটি দ্বীনদার' তারাও আলিম-উলামা ও মসজিদের ইমাম সাহেবদেরকে দেখতে চান নিরীহ-অসহায় ও 'অতিভদ্র' প্রাণীরূপে!

উলামা সমাজের টাকা-পয়সা হবে, গাড়ি-বাড়ি হবে, বড় ব্যবসা-বাণিজ্য থাকবে, কিংবা অধিকার আদায়ে তারাও প্রতিবাদী হবেন— এ বিষয়টি উনারা সহ্যই করতে পারেন না!
কী যেন! হয়তো এসব কেবল উনাদেরই 'অলিখিত' অধিকার ..

ইব্রাহীম খলীল কাসেমী, ৩০.০৪.২০২২ খ্রিস্টাব্দ ৷

২টি মন্তব্য:

  1. সত্য বাস্তবতা ফুটে উঠেছে এই লেখায়! জাযাকাল্লাহ ৷

    উত্তরমুছুন
  2. এজন্যই কেয়ামত অতি সন্নিকটে উপলব্ধ হচ্ছে, ভাই৷

    উত্তরমুছুন