সোমবার, ১১ জুন, ২০১৮

সবার জন্য পরামর্শ–০৮

ফেসবুকসহ বিভিন্ন অনলাইন সাইটে আমরা যারা কম-বেশি লেখা-লেখি করি, তাদের প্রতি–
অনেক সময়ই অনলাইনে কাছের ও পরিচিতজনদের করা এমন কিছু পোস্ট সামনে পড়ে, যা দেখে ও পড়ে রীতিমত বিস্মিত হই! হায়, 'চক্ষু লজ্জা' বলেও তো একটা কথা আছে নাকি! তাছাড়া, এটা তো সবারই জানা থাকার কথা যে, ফ্রেন্ড লিস্টে তার কে কে আছে! অন্যায় তো সবখানেই অন্যায়! আর তা যদি হয় নিজের কাছের ও সম্মানীতজনদের সামনে?! তাহলে? ..

" যা কিছুই লিখি না কেন, সাথে সাথে একটু
হলেও যেন খেয়াল রাখি- আমার এই লেখাটা কিন্তু অনেকের সামনেই পড়বে! কাজেই, অবিবেচকের ন্যয় এমন কিছু যেন না লিখি, যা আমাকে অনেকের সামনেই লজ্জায় ফেলতে পারে! "  জাযাকাল্লাহ ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন